
টিডিএন বাংলা ডেস্ক: বাংলাদেশ মুক্তিযুদ্ধের সমর্থনে সত্যাগ্রহে নেমে জেলে গিয়েছি। শুক্রবার বাংলাদেশে গিয়ে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢাকায় বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে নরেন্দ্র মোদী বলেন, ‘‘আমার রাজনৈতিক জীবনেও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিশেষ তাৎপর্য রয়েছে। বংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে আমি এবং সহকর্মীরা ভারতে সত্যাগ্রহ আন্দোলন করেছিলাম। তখন বয়স সবে ২০-র কোঠায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে সত্যাগ্রহ করে জেলে যাওয়ার সুযোগও হয়েছিল আমার।’’