আগামী বৃহস্পতিবার আমায় গ্রেপ্তার করা হবে, আশঙ্কা প্রকাশ ট্রাম্পের
টিডিএন বাংলা ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার জর্জিয়ার আদালতে তিনি আত্মসমর্পণ করার পরিকল্পনা করেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে হেরে যাওয়ায় ভোটের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করবেন তিনি। গত ১৪ আগস্ট রাজ্যটির ফালটন কাউন্টির গ্র্যান্ড জুরি ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনেন। সেইসময় ট্রাম্পকে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন ফালটন কাউন্টির গ্র্যান্ড জুরি। এ সময়সীমার আগেই আত্মসমর্পণের কথা জানালেন ট্রাম্প।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের মামলার তত্ত্বাবধান করছেন এমন একজন আটলান্টার বিচারক তার জামিনচুক্তি দুই লাখ ডলারে নির্ধারণ করেছেন। এর কয়েক ঘণ্টা পরেই গতকাল সোমবার ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, আপনি এটা বিশ্বাস করতে পারবেন? আমি আগামী বৃহস্পতিবার জর্জিয়ার আটলান্টায় যাবো গ্রেপ্তার হতে। সূত্র- দৈনিক ইত্তেফাক