আমি এমন রাষ্ট্রপতি হবো যিনি দেশকে ভাঙবেন না দেশকে জুড়বেন, প্রথম সম্বোধনে বললেন আমেরিকার ৪৬ তম নির্বাচিত রাষ্ট্রপতি জো বিডেন

ছবি সৌজন্যে জো বিডেনের ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রামোকে হারিয়ে জয় লাভ করেছেন জো বিডেন। ট্রাম্পকে হারিয়ে আমেরিকার ৪৬ তম রাষ্ট্রপতি হবেন জো বিডেন। আমেরিকার জনগণের উদ্দ্যেশ্যে প্রথম সম্বোধনে নিজের এই জয়ে কে এক ঐতিহাসিক জোট বলে উল্লেখ করে বিডেন বলেন, ৭.৪ কোটির বেশি আমেরিকাবাসী আমাকে ভোট দিয়েছেন। রাষ্ট্রপতি হিসাবে আমি ব্লু স্টেট(যেখানে ডেমোক্র্যাটিক কংগ্রেস পার্টি জয় লাভ করেছে) বা রেড স্টেট (যেখানে রিপাবলিকান প্রতি জয় লাভ করেছে) দেখব না, আমি শুধু ইউনাইটেড স্টেট আফ আমেরিকাকে দেখব। এরপর যাঁরা রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট করেছিলেন তাদের হতাশার জন্য দুঃখপ্রকাশ করে জো বিডেন বলেন, যাঁরা রাষ্ট্রপতি ট্রাম্পকে ভোট দিয়েছিলেন, আজ রাতে তাঁদের নিরাশার বিষয়টি আমি বুঝতে পারছি। কিন্তু এখন একে অপরকে সুযোগ দেওয়ার। একে অপরের বিরুদ্ধে কটু কথা না বলে, আবার একে অপরকে দেখার এবং শোনার সময় এসে গেছে। শনিবার নিজের জয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পর একটি টুইট করে জো বিডেন তাঁকে বিপুল পরিমানে ভোট দেওয়ার জন্য আমেরিকা বাসীদের ধন্যবাদ জানান এবং প্রতিশ্রুতি দেন যে তিনি সমস্ত আমেরিকাবাসির রাষ্ট্রপতি হবেন। কারা তাঁকে ভোট দিয়েছেন সেই অনুযায়ী বিচার করবেন না।