বাংলায় এনপিআর, এনআরসি হতে দেবো না, রানাঘাট থেকে আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সাংবাদদাতা,টিডিএন বাংলা, রানাঘাট: তৃণেমূল কংগ্রেস প্রধান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার রানাঘাটের কাছে হবিবপুর ছাতিমতলা ময়দানে দলীয় কর্মসূচীতে যোগ দেন। এদিনের কর্মসূচীতে যোগ দিয়ে তিনি ফের একবার এনআরসি, সিএএ ও এনপিআর নিয়ে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি স্পষ্টতই বলেন, বাংলায় এনপিআর, এনআরসি কখনওই হবে না। ৫০-৬০ বছর ধরে যাঁরা বাংলায় রয়েছেন তাঁরা তো এমনিতেই নাগরিক। তাঁদের আবার আলাদা করে নাগরিকত্ব লাগবে কেন? অসমে ১৯ লক্ষ বাঙালির নাম বাদ দিয়েছে। কিন্তু এটা বাংলা। এখানে এসব চলবে না। তিনি আরো বলেন, অসমের মতো এনআরসি, এনপিআর করতে দেব না। নিশ্চিন্তে থাকুন, মায়ের কোলে। মতুয়াদের উদ্দেশ্যে তিনি বলেন, মতুয়া ভাইয়েরা আপনারা সবাই নাগরিক।