HighlightNewsরাজ্য

‘আমি বাংলায় এনআরসি হতে দেব না’, মালদহের প্রশাসনিক বৈঠক থেকে আশ্বাস মুখ্যমন্ত্রী মমতার

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের বিজেপি সরকার অসমের মতো এই পশ্চিমবঙ্গেও এনআরসি বা নাগরিক পঞ্জী করতে চায়। কিন্তু আমি থাকতে পশ্চিমবঙ্গের মাটিতে কোনো ভাবেই এনআরসি হতে দেব না। বৃহস্পতিবার মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় একটি প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়ে এমনই কথা বললেন তৃণমূলে সুপ্রিম তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই পঞ্চায়েত নির্বাচন। সেই উপলক্ষে ব্যাপক প্রচার শুরু করেছে শাসক দল ও বিরোধী দল সকলেই। সেই উপলক্ষে সারা বাংলা ঘুরে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই ধারাবাহিকতায় এই রাজনৈতিক মন্তব্য বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বলেন, “আমি বাংলায় এনআরসি হতে দেব না। আবার আমাদের চিঠি পাঠিয়েছে। সেখানে সরাসরি বলা না হলেও, ঘুরিয়ে এনআরসির কথা বলা হয়েছে। কিন্তু আমি এনআরসি যে কোনও রূপে করতে দেব না।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “আবার সেই কাগজ খোঁজার চেষ্টা হচ্ছে। এই কাগজ, সেই কাগজ খোঁজা হচ্ছে। কোনও কাগজ না থাকলেই আপনাকে বিদেশি বানিয়ে দেবে। ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। যে ভাবে অসমে করা হয়েছে। আমি এই কাজ করতে দেব না।” পাশাপাশি তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, “আপনারা সবাই ভোটার তালিকায় নাম রাখবেন। কারণ, ভোটার তালিকায় নাম না থাকলেও ওরা কথা বলতে পারে। তাই সবাইকে বলুন ভোটার তালিকায় নাম রাখতে। আর ঠিক সময় আধার কার্ড আপডেট করতে হবে। ১০ বছর অন্তর সেটা আপডেট করতে হয়, তা করতে হবেই।”

প্রসঙ্গত, ইতিপূর্বেও তিনি বহু বার বিভিন্ন সময়ে এনআরসির বিরুদ্ধে তাঁর কড়া অবস্থানের কথা ঘোষণা করেছিলেন। যদিও বিরোধী দলগুলির অভিযোগ মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন এবার সংখ্যালঘুরা তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নেবে। আর সেই কারণেই সংখ্যালঘু ভোট বাক্স ঠিক রাখতেই সংখ্যালঘুদের এনআরসির ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী। আসলে তৃণমূল ও বিজেপি একই পয়সার এপিঠ ও ওপিঠ বলেও মন্তব্য করেছেন অনেকেই।

Related Articles

Back to top button
error: