অসমের মুসলিমদের বলব,গোমাংস খাওয়া ছেড়ে দিন : বদরুদ্দিন আজমল

ছবি সৌজন্যে মাওলানা বদরুদ্দীন আজমলের ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক : অসমে সম্প্রতি পাস হয়েছে গো সংরক্ষণ বিল। এর ফলে বন্ধ মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি। এবার অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের শীর্ষ নেতা মাওলানা বদরুদ্দিন আজমল আর্জি জানালেন, অসমের মুসলিমরা যেন গরুর মাংস খাওয়া ছেড়ে দেন। এদিন গো-সংরক্ষণ বিল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি একটা কথাই বলতে পারি। অসমের মুসলিমদের বলব, আপনারা গরুর মাংস খাওয়া ছেড়ে দিন।”

গো-সংরক্ষণ বিলে ৭৬টি সংশোধনী আনতে চেয়েছিল বিরোধীরা। আন্তঃজেলা গরু নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ তুলে নেওয়া, মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করার নির্দেশে শিথিলতা আনা, আইন না মানলে ৮ বছর পর্যন্ত কারাবাসের সিদ্ধান্ত তুলে নেওয়ার আবেদন জানিয়েছিল বিরোধীরা। কিন্তু মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পাল্টা জানান, মোষকে ছাড় দেওয়া হয়েছে। বিফকে ঘিরে প্রচুর সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছে বহুবার। সরকারের লক্ষ্য সাম্প্রদায়িক সম্প্রীতি। আইনে আরও বলা হয়, যেখানে হিন্দুরা সংখ্যাগুরু সেখানে গরুর মাংস বিক্রি বা খাওয়া যাবেনা। যদিও পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন অন্য কথা। তিনি বলেন যেখানে একজনও হিন্দু বাস করে, সেখানে গরুর মাংস বিক্রি করতে বা খেতে দেওয়া হবে না। বিধানসভায় এই বিল পাসের সময় আজমলের দল তীব্র বিরোধিতা করে। তারা এবং কংগ্রেস বিধানসভা থেকে ওয়াকআউট করে।

তবে সম্প্রতি কংগ্রেসের সঙ্গে আজমলের দলের সম্পর্ক ছিন্ন হয়েছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজমল বলেন, এর ফলে দুই দলের উপকার হয়েছে। কংগ্রেসের অনেক নেতা বলতেন AIUDF কে জোটে নেওয়া ঠিক হয়নি। কারণ বিজেপি বলছে কংগ্রেস জোট মুসলিম অনুপ্রবেশকারীদের রক্ষা করছে। গত নির্বাচনে অসমের ১২৬টি বিধানসভা আসনের মধ্যে আজমল এর দল পেয়েছিল ১৬ টি আসন। কংগ্রেস পায় ২৯টি আসন।