HighlightNewsরাজ্য

দুস্থ-অসহায়দের মাঝে কম্বল বিতরণ আইডিয়াল সোশ্যাল ফাউন্ডেশনের

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: শীতকালে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে প্রতি বছরের ন্যায় এ বছরও কম্বল বিতরণ কর্মসূচি শুরু করলো আইডিয়াল সোশ্যাল ফাউন্ডেশন। “মানবতার জয় হোক হাতে রেখে হাত, শীতার্তরা উষ্ণ থাকুক শীতের প্রতিটি রাত” – এই স্লোগানকে সামনে রেখেই অসহায়, দুঃস্থ মানুষদের মাঝে “কম্বল বিতরণ” কর্মসূচি শুরু হাতে নিয়েছেন বলে জানান পরিচালকরা। দক্ষিণ চব্বিশ পরগনার চন্দনেশ্বরের তালদিঘী গ্রামে এই কম্বল বিতরণ কর্মসূচি পালিত হয়।

অন্যতম আয়োজক নইম শেখ বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা আর্তমানবতার সেবা সহ বিভিন্ন সামাজিক কাজে অবদান রেখে যাচ্ছে। আমাদের এ কার্যক্রম সামনের দিনেও অব্যাহত থাকবে।” এই কাজে সমাজের বিত্তবানদের অসহায় শীতার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার উদাত্ত  আহবান জানান তিনি। সংগঠনটির পরিচালক জুলফিকার আলী মোল্লা বলেন, “আমরা বিভিন্ন এলাকাগুলোতে থাকা প্রকৃত দুঃস্থ ও অসহায় মানুষকে খুঁজে খুঁজে বের করে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেয়ার চেষ্টা করছি। মাসব্যাপী চলবে আমাদের এই কার্যক্রম।”

Related Articles

Back to top button
error: