HighlightNewsদেশ

“মোষ জবাই করা গেলে গরু কেন নয়”, গোহত্যা বিল সংশোধনের দাবি প্রসঙ্গে মন্তব্য কর্ণাটকের মন্ত্রীর

টিডিএন বাংলা ডেস্ক: কর্ণাটকে গরু জবাই নিষিদ্ধ থাকার প্রসঙ্গে নতুন সরকারের পশুপালনমন্ত্রী কে ভেঙ্কটেশ বলেন, মহিষ যখন জবাই করা যায়, তখন গরু কেন নয়।গোহত্যা সুরক্ষা আইনে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে এই বিবৃতি দিয়েছেন মন্ত্রী। কর্ণাটকের কংগ্রেস সরকার গোহত্যা প্রতিরোধ এবং গবাদি পশু সংরক্ষণ বিল, ২০২০-এর সংশোধনী বিবেচনা করছে। এই বিলটি ২০২১ সালে বিজেপি সরকার এনেছিল।

নিজের যুক্তির সপক্ষে পশুসম্পদ মন্ত্রী বলেন, কৃষকের বুড়ো গবাদিপশু পালন ও মৃত পশু বহনের সমস্যা রয়েছে। তাঁর দাবি, তিনি সম্প্রতি তাঁর খামারবাড়ি থেকে একটি মৃত গরু সরাতে বেশ কিছুটা অসুবিধার সম্মুখীন হয়েছেন।

প্রসঙ্গত, বিএস ইয়েদুরপ্পার আগের বিজেপি সরকার ১৯৬৪ সালের আইন সংশোধনের জন্য ২০১০ এবং ২০১২ সালে দুটি বিল পেশ করে। ২০১৪ সালে সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন তৎকালীন কংগ্রেস সরকার এই বিলগুলি প্রত্যাহার করে। নতুন বিলে ১৩ বছরের কম বয়সী গরু, বাছুর, ষাঁড় ও মহিষ জবাই নিষিদ্ধ করা হয়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে, কর্ণাটক গোহত্যা প্রতিরোধ ও গবাদি পশু সংরক্ষণ (সংশোধনী) বিল, ২০২০ আইন পরিষদে একটি ভয়েস ভোটের মাধ্যমে পাস করা হয়। যদিও, বিরোধী সদস্যরা বিলের অনুলিপি ছিঁড়ে ফেলে এর প্রতিবাদ জানান।

সংশোধিত বিলে, বিজেপি গরুর সংজ্ঞা প্রশস্ত করেছে, শাস্তি কঠোর করেছে এবং গবাদি পশু জবাইয়ের বয়সসীমা বাড়িয়েছে। ২০২০ বিলটি পুলিশ অফিসারদের প্রাঙ্গনে তল্লাশি করতে এবং পশু জবাই করার জন্য ব্যবহৃত গবাদি পশু এবং উপাদান বাজেয়াপ্ত করার ক্ষমতা দিয়েছে, প্রথম অপরাধের জন্য তিন থেকে সাত বছরের কারাদণ্ড এবং পঞ্চাশ থেকে পাঁচ লাখ টাকা জরিমানা।

প্রসঙ্গত, কর্ণাটক দেশের একুশতম রাজ্য যেখানে গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে। এখনও পর্যন্ত উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি, গুজরাট, জম্মু কাশ্মীর, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড সহ ২০টি রাজ্যে গোহত্যা অপরাধের বিভাগে এসেছে। উত্তর-পূর্ব রাজ্যগুলিতে এখনও এটি পুরোপুরি নিষিদ্ধ নয়।

Related Articles

Back to top button
error: