নীরজ নাম হলেই পেট্রোল মিলবে ফ্রিতে! গুজরাতে আয়ুবের নতুন উদ্যোগ

টিডিএন বাংলা ডেস্ক : নামে কী যায় আসে! দিনবদলের সঙ্গে সঙ্গে এখন দেখা যাচ্ছে, আসলে নামেই যায় আসে। যেমন ধরুন, নীরজ চোপড়া। অলিম্পিকে সোনা জয় করে দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি। দেশজুড়ে এখন এই নামটাই যথেষ্ট। এমনকী এই নামের মহিমায় মহার্ঘ পেট্রোপণ্যের যুগেও ফ্রিতে মিলতে পারে পেট্রোল! ৫০১ টাকা পর্যন্ত ফ্রিতে পাওয়া যাবে তরল সোনা। শর্ত একটাই। তাকে প্রমাণ দিতে হবে তার নাম নীরজ। গুজরাতের ভারুচ জেলায় এমনি অফার ঘোষণা করেছেন পাম্প মালিক আয়ুব পাঠান। দুদিনের জন্য ছিল ওই অফার। রবি ও সোম। পাম্পে বড় হোডিং দিয়ে জানানো হয়েছে ওই অফারের কথা। দুর্মূল্যের বাজারে কেন এমন পরিকল্পনা? আয়ুব জানান, “এভাবে নীরজ এর জয়কে উদযাপন করতে চেয়েছি আমরা। তার জয়ে গর্বিত দেশ। সেই গর্বের শরিক হতে চেয়েছি আমরা।” এই দুদিনে ৩০ জন নীরজ নামের ব্যক্তি এই সুযোগের সদ্ব্যবহার করেছেন। সুবিধাভোগী নীরজ নামে এক ব্যক্তি জানান, “অফারের খবরটা প্রথমে ভেবেছিলাম গুজব। কিন্তু পাম্পে যাওয়ার পর সেই ভুল ভাঙলো। পরিচয় পত্র সঙ্গে নিয়ে গেছিলাম। এই অফারটা বহুদিন মনে থাকবে।” অন্যদিকে নীরজ এর এই জয়কে উদযাপন করতে চলেছে জুনাগড়ের গিরনার। সেখানে ২০ আগস্ট পর্যন্ত নীরজ নামের ব্যক্তিরা ফ্রিতে রোপওয়ে রাইড এর সুবিধা পাবেন।