টিডিএন বাংলা ডেস্ক: হায়দ্রাবাদের সাংসদ এবং এআইএমআইএমএর সভাপতি আসাদউদ্দিন ওয়েসি বলেছেন যদি নাগরিক পঞ্জীর সময়সূচী প্রস্তুত হয়ে থাকে তাহলে খুব শীঘ্রই এর বিরোধের ও সময়সূচী চূড়ান্ত করা হবে। এ প্রসঙ্গে একটি খবর শেয়ার করে নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে ওয়েসি লিখেছেন,”এনপিআর এনআরসির প্রতি প্রথম পদক্ষেপ। ভারতের দরিদ্রদের এই প্রক্রিয়ায় বাধ্য করা উচিত নয়, যার পরিণাম স্বরূপ তাদেরকে ‘সন্ধিগ্ধ নাগরিক’ হিসেবে চিহ্নিতকরণ করা হতে পারে। যদি এনপিআরের কাজ চূড়ান্ত করা হচ্ছে তাহলে এর বিরোধিতা করার জন্য কর্মসূচিও চূড়ান্ত করা হবে।”
NPR is the first step towards NRC. India's poor should not be forced into an exercise that can result in them being marked as 'doubtful citizens'.
If NPR schedule is being finalised, then the schedule to oppose it will also be finalised https://t.co/o3sokFCDUA
— Asaduddin Owaisi (@asadowaisi) November 20, 2020
প্রসঙ্গত, ১৩ টিরও বেশি রাজ্যে এবং কেন্দ্রশাসিত প্রদেশে এনপিআরকে প্রস্তাবিত জাতীয় নাগরিক নিবন্ধক এবং সাম্প্রতিক নাগরিকত্ব আইন এর সাথে যুক্ত করার বিরোধিতা করা হয়েছে। ২০০৩ সালে প্রণীত নাগরিকত্বের বিধি অনুসারে এনপিআর হল ভারতীয় নাগরিক নিবন্ধক বা এনআরসি সংকলনের পক্ষে প্রথম পদক্ষেপ।