সাহারা গ্রুপ ৬২ হাজার কোটি টাকা পরিশোধ না করলে, আটক করা হোক সুব্রত রায়কে; শীর্ষ আদালতে আবেদন সেবির

ছবি সৌজন্যে সাহারার ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড বা সেবি সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছে। ওই পিটিশনে আদালতকে সাহারা গ্রুপের মালিক সুব্রত রায় এবং তাঁর দুটি কোম্পানিকে প্রায় ৬২ হাজার কোটি টাকা পরিশোধ করার আদেশ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। সেবির পক্ষ থেকে ওই পিটিশনে আরো আবেদন করা হয়েছে যে সুব্রত রায় যদি এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করতে না পারেন তাহলে তাঁকে যাতে আটক করা যেতে পারে।

এর আগে, ২০১২ এবং ২০১৫ সালে সাহারা গ্রুপকে অর্থলগ্নিকারীদের সমস্ত টাকা সেবির কাছে ১৫% সুদের সঙ্গে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। টিভির পক্ষ থেকে এদিন আদালতে জানানো হয়েছে এই নির্দেশের পর চার বছর অতিক্রম করে গেলেও এখনো পর্যন্ত সাহারা গ্রুপের পক্ষ থেকে আদালতের এই নির্দেশ পালন করা হয়নি।