কৃষকদের দাবি না মিটলে বিজেপি ক্ষমতায় ফিরবে না, চাঞ্চল্যকর দাবি সত্যপাল মালিকের

টিডিএন বাংলা ডেস্ক : কৃষকদের লাগাতার আন্দোলন। দিন পেরিয়ে মাস চলে যাচ্ছে। অথচ সমস্যা মিটছে না। উচ্চবাচ্য করছে না কেন্দ্রীয় সরকারও। এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর দাবি করলেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। কৃষকদের দাবি পূরণ না হলে বিধানসভা ভোটে উত্তরপ্রদেশে বিজেপির পক্ষে ক্ষমতা ধরে রাখা সম্ভব নয়। এমনই মনে করেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা রাজ্যপাল সত্যপাল মালিক। পাশাপাশি তাঁর সমর্থন যে কৃষকদের সঙ্গেই রয়েছে, তাও জানাতে ভোলেননি মালিক। রাজস্থানের ঝুনঝুন জেলায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মেঘালয়ের রাজ্যপাল।সেই অনুষ্ঠানে তিনি বলেন, ”পরের বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। এখনও পর্যন্ত ওই রাজ্যের বেশ কয়েকটি গ্রামে বিজেপি নেতারা পা রাখতে পারছেন না। আমি নিজে মিরাটের বাসিন্দা। আমার এলাকাতেও বিজেপি নেতারা কোনও গ্রামে ঢোকার সাহস করছেন না। মুফফরনগর, ভাগপতেও একই অবস্থা।” মোদি সরকারের আমলেই তিনি রাজ্যপাল হয়েছেন। তারপরও কেন্দ্র বিরোধী অবস্থান কেন? কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য তাঁকে যদি পদ খোয়াতে হয়? জবাবে মালিক জানান, এই মুহূর্তে পদত্যাগের প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি মনে করেন না। তবে ভবিষ্যতে কৃষকদের পাশে দাঁড়াতে গিয়ে যদি পদত্যাগ করতেই হয়, তাহলে তা করতেও দ্বিধাবোধ করবেন না বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, পশ্চিম উত্তরপ্রদেশের একজন জাঠ নেতা সত্যপাল মালিক। তিন কৃষক স্বার্থবিরোধী বিরোধী আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের যে বিক্ষোভ কর্মসূচি চলছে তাকে প্রথম থেকেই সমর্থন করেছেন মালিক। এই প্রথম যে তিনি কৃষকদের পাশে দাঁড়ালেন, তা নয়।এর আগেও কৃষকদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে মোদি সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি। ফের একবার মুখ খুলেছেন মালিক। তাও আবার উত্তরপ্রদেশ সহ ৫টি রাজ্যে বিধানসভা ভোটের আগে। এরফলে বিজেপির অস্বস্তি বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।