কৃষকদের দাবি না মানলে পদত্যাগ,বার্তা হরিয়ানার উপমুখ্যমন্ত্রীর

JJP chief Dushyant Chautala and BJP's former president Amit Shah. Photo: Twitter/@Dchautala

টিডিএন বাংলা ডেস্ক: কৃষকদের দাবি না মানলে পদত্যাগের হুমকি হরিয়ানার উপমুখ্যমন্ত্রী তথা বিজেপিরই জোটসঙ্গী জননায়ক জনতা পার্টির নেতা দুষ্যন্ত চৌটালা। তিনি জানান, কৃষকদের অর্জিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত না হলে চৌটালা উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। জেজেপি’র জাতীয় মুখপাত্র প্রতীক সোম সংবাদ সংস্থাকে বলেন, জননায়ক জনতা পার্টি সবসময় কৃষকদের পাশে রয়েছে। এমএসপি’র কারণে কৃষককে ভুগতে হলে, সর্বপ্রথম যে মানুষটি ইস্তফা দেবেন তিনি হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌটালা।