HighlightNewsরাজ্য

​আন্দোলনে হামলা হলে ইটের বদলে পাথর! হুঁশিয়ারি দিলেন অভিষেক

টিডিএন বাংলা ডেস্ক: রাজ্যের প্রাপ্য টাকার দাবিতে দিল্লিমুখী বঙ্গজনতার উপরে কোথাও হামলা হলে পালটা ‘সমুচিত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার দাবি আদায়ের এই আন্দোলনে দলমত নির্বিশেষে সকলকে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। তৃণমূলের ‘দিল্লি চলো’ কর্মসূচি নিয়ে শনিবার ভার্চুয়াল সভা করেন অভিষেক।

কিন্তু কেন হঠাৎ হামলার প্রসঙ্গ তাঁর কথায়? দিল্লির কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন বাংলার বহু মানুষ। স্পেশাল ট্রেনে দিল্লি যাওয়ার কথা ছিল তাঁদের। শুক্রবার রেলের তরফে সেই ট্রেন বাতিল করার কথা জানানো হয়। কিন্তু তাতে দিল্লিযাত্রা থমকে থাকেনি। ৫০টি বাসে দিল্লির দিকে রওনা হন জড়ো হওয়া মানুষ।

শনিবার সকালে শান্তনু সেন, জয়প্রকাশ মজুমদার, বীরবাহা হাঁসদার মতো নেতৃত্বের উপস্থিতিতে একের পর এক বাস দিল্লির দিকে যাত্রা শুরু করে। দলীয় নেতৃত্বের একাংশের বক্তব্য, কলকাতার পর আসানসোল, ধানবাদ, বারাণসী, কানপুর, আগ্রার উপর দিয়ে বাসগুলি দিল্লি পৌঁছবে। অর্থাৎ, যাত্রাপথের বড় অংশ জুড়ে থাকছে বিজেপির যোগী আদিত্যনাথ-শাসিত উত্তরপ্রদেশ।

সে সময়ে বা দিল্লিতে পৌঁছনোর পর বাসে সওয়ার এই জনতার উপর হামলার আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না তৃণমূল নেতৃত্ব। তাই দিল্লির কর্মসূচি নিয়ে শনিবারের ভার্চুয়াল সভায় অভিষেক বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী ২-৩ অক্টোবর আমরা দিল্লিতে আন্দোলন করবই। কারও ক্ষমতা থাকলে আটকে দেখাক। বাংলার একটা মানুষের গায়ে যদি হাত পড়ে, দিল্লিতে একজন শ্রমিক-কৃষকের গায়ে হাত পড়লে ইটের জবাব পাথরে কী ভাবে দিতে হয়, গণতান্ত্রিক ভাবে আগামী দিনে (সেটা) রাজ্যের মানুষ দেবে। এই দায়িত্ব জনতার উপরেই ছেড়ে দেব। ক্ষমতা থাকলে স্পর্শ করে দেখুন।’

বিভিন্ন জায়গায় যাত্রীদের খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করেছে তৃণমূল। প্রায় দেড় হাজার কিলোমিটার দীর্ঘ এই পথ পাড়ি দিতে প্রতিটি বাসে একাধিক ড্রাইভার রাখা হয়েছে। এই বাসগুলিতেই রাজ্যে ফিরবেন প্রতিবাদী জনতা। তড়িঘড়ি এতগুলি বাহন জোগাড় করতে রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বলে তৃণমূলের একাংশের বক্তব্য।

দিল্লিতে জোড়াফুল শিবিরের এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে অতীতে শুভেন্দু অধিকারী-সহ বিজেপির একাধিক নেতা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। অমিত শাহের অধীনে থাকা দিল্লি পুলিশ ‘কত বড় লাঠি’ ব্যবহার করে, তা-ও সম্প্রতি বর্ণনা করেছেন শুভেন্দু।

এই প্রেক্ষাপটে অভিষেক শনিবার বলেন, ‘চাইলে আমাদের মারবেন। আমাদের সাংসদ বিধায়কদের গায়ে হাত দেবেন। কিন্তু গরিব মানুষের গায়ে হাত দেবেন না।’ আর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কথায়, ‘বিজেপির বিভিন্ন নেতারা উস্কানিমূলক কথা বলছেন। বিজেপি এই কর্মসূচিতে বিঘ্ন ঘটাতে চাইছে। বিজেপি-শাসিত রাজ্যের উপর দিয়ে বাস যাচ্ছে। এঁদের (যাত্রীদের) উপর কোনও আক্রমণ হলে গণতান্ত্রিক ভাষায় এর যথাযথ জবাব যাবে। আমরাও কড়ায়-গণ্ডায় বুঝে নেব।’

তৃণমূল নেতৃত্বের আগাম এই হুঁশিয়ারি প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘আমাদের সন্দেহ হচ্ছে, তৃণমূল ভাড়া করা গুন্ডা দিয়ে নিজেরাই বাসে হামলা করাতে পারে। কারণ কেউ বলতে পারবে না উত্তরপ্রদেশে বিরোধী কংগ্রেস, সপা-র পার্টি অফিসে কখনও বিজেপি হামলা করেছে। তৃণমূল বাংলায় এই হামলার রাজনীতি করে। বিজেপি এই রাজনীতি করে না।’

বিজেপি মুখে যা-ই বলুক না কেন, তৃণমূল নেতৃত্বের অবশ্য বক্তব্য, দিল্লিতে এই প্রতিবাদ কর্মসূচি ঘিরে কেন্দ্রের শাসকদল বারবার বাধা তৈরি করেছে। শুক্রবার স্পেশাল ট্রেন বাতিল হওয়ার পর শনিবার একটি ফ্লাইটও বাতিল হয়েছে। যে কারণে তৃণমূলের একদল নেতা এ দিন দিল্লি যেতে পারেননি।

তৃণমূলের সাসংদ কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগ, ‘বারাসত লোকসভা এলাকার অন্তত একশো নেতার যে ফ্লাইটে যাওয়ার কথা ছিল, আশ্চর্যজনক ভাবে তা বাতিল করা হয়েছে। টেকনিক্যাল কারণ দেখিয়ে ফ্লাইট বাতিল হয়েছে, এমনটা আমি কখনও দেখিনি।’ তৃণমূলের নেতারা যাতে দিল্লির কর্মসূচিতে যোগ দিতে না পারেন, সেই কারণেই ফ্লাইট বাতিল বলে ডেরেক ও’ব্রায়েনের অভিযোগ।

তা ছাড়া, একাধিক বার অনুমতি চাওয়া সত্ত্বেও রামলীলা ময়দানের কর্মসূচিতে সায় দেয়নি দিল্লি পুলিশ। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সামনে অবস্থানের অনুমতিও মেলেনি। সিকিউরিটি ডিপোজিট জমা দেওয়া সত্ত্বেও স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার একটি ফ্লাইট বাতিল হয়েছে। শুক্রবার রাতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং-এর দফতর থেকে তৃণমূলের সংসদীয় নেতৃত্বকে জানানো হয়েছে, পূর্ব নির্ধারিত সূচির জেরে ব্যস্ততার কারণে জোড়াফুলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে পারবেন না মন্ত্রী।

অভিষেকের কথায়, ‘মন্ত্রী যদি ব্যস্ত থাকেন, প্রতিমন্ত্রীকে দেখা করতে হবে। টাকা আপনাকে দিতেই হবে মোদীবাবু। আপনি যদি ভাবেন, ট্রেন বাতিল করে, ইডি-সিবিআইয়ের চিঠি দিয়ে তৃণমূলের আন্দোলন ভাঙবেন, তা হলে মুর্খের স্বর্গে বাস করছেন। আমাদের লড়াই জোরদার হবে।’

ধর্নায় অন্য দলকেও আহ্বান করে অভিষেকের বার্তা, ‘অন্য রাজনৈতিক দলের উদ্দেশে বলছি — এটা তৃণমূলের কর্মসূচি নয় মানুষের কর্মসূচি। বিবেক থাকলে মানুষের জন্য রাস্তায় নামুন।’ যদিও অভিষেকের প্রস্তাব খারিজ করে দিয়েছেন বাম-কংগ্রেস নেতৃত্ব।

কাল, ২ অক্টোবর গান্ধীজয়ন্তীর দিন দিল্লিতে প্রতিবাদের পাশাপাশি রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে মহাত্মার মূর্তি বা ছবি রেখে মালা দিয়ে মোমবাতি জ্বালিয়ে ‘গান্ধী গ্রাম সভা’ নামে প্রতিবাদ কর্মসূচির নির্দেশ দিয়েছেল তৃণমূল নেতৃত্ব।

Related Articles

Back to top button
error: