রোগীর মৃত্যু হলেই, ডাক্তারের গাফিলতি নয়! ‘সুপ্রিম’ স্বস্তি চিকিৎসকদের

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : চিকিৎসাধীন রোগীর মৃত্যু হলে, গাফিলতির অভিযোগ তোলা যাবেনা চিকিৎসকদের বিরুদ্ধে। নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালতের যুক্তি, চিকিৎসাধীন কোনও রোগী বেঁচে থাকবেন কিনা, তা কখনই নিশ্চিত করতে পারেনা চিকিৎসক। অসুস্থকে ডাক্তার শুধু সুস্থ করে তোলার চেষ্টা করতে পারেন।

১৯৯৮ সালে গ্যাংরিন অপারেশনের পর বম্বে হাসপাতাল অ্যান্ড মেডিকেল রিসার্চ সেন্টারে প্রাণ হারান দীনেশ জয়সওয়াল। এই ঘটনায় ন্যাশনাল কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন হাসপাতাল কর্তৃপক্ষকে ১৪.১৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলেছিল রোগীর পরিবারকে। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় হাসপাতাল। আদালত রায়ে জানায়, প্রিয়জনকে হারানোর পর রোগীর আত্মীয়রা অসহিষ্ণু হয়ে পড়েন। স্বাস্থ্য কর্মীদের ওপর চড়াও হন। এমন ঘটনা বেড়েছে। চিকিৎসার পর কোনও রোগী যদি না বাঁচেন, তাহলে তার দায় ডাক্তারদের উপর দেওয়া যাবে না। চিকিৎসকরা রোগীর যত্নের দায়িত্ব নিতে পারেন। তার প্রাণের দায়িত্ব নয়।

হাসপাতাল শীর্ষ আদালতে আবেদনের আগেই ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে নিহতের পরিবারকে দিয়ে ছিল। তবে এদিন সুপ্রিম কোর্টের রায়ে অনেকটা স্বস্তিতে চিকিৎসকরা।