টিডিএন বাংলা ডেস্ক : “চর অঞ্চলের লোকেরা যদি বেদখলকারী হয়, তাহলে বলতে হয় একসময় আসামের সবাই ছিলেন বেদখলকরী” বললেন এয়াইইউডিএফ-এর বিধায়ক আমিনুল ইসলাম। এক ভিডিও বার্তায় তিনি বলেন, চরের মানুষ গুলো প্রতিনিয়ত জীবনের সঙ্গে লড়াই করেন। বন্যায় ভেসে যাওয়া চর চাপুড়িতে তারা আঁকড়ে পড়ে থাকেন। রীতিমত ভাগ্যের সঙ্গে যুদ্ধ করেন তারা। অন্য কোন জনগোষ্ঠীকে এমন অসম যুদ্ধ করতে হয়নি। তিনি আরও বলেন, চরের লোকেরা তাদের রক্ত-ঘাম ঝরিয়ে বিভিন্ন ধরনের সবজি ফলান। প্রাণান্ত পরিশ্রম করে তারা কৃষি কাজ না করলে গুয়াহাটিতে ৩০০-৪০০ টাকা খরচ করেও ১ কেজি টমেটো কিংবা ফুলকপি পাওয়া যেত না। অথচ এই লোকগুলোকেই দখলকারী সাজিয়ে উচ্ছেদ করা হচ্ছে। তাদের সঙ্গে বারবার বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। কংগ্রেস সব সময় এই মানুষগুলোকে তাদের ভোটব্যাঙ্ক হিসাবে রেখেছিল। কিন্তু জমির পাট্টা পর্যন্ত দেয়নি। এখন বিজেপি সরকার তাদের উচ্ছেদ কর।