নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা : ছাত্রসমাজের পুনর্গঠনের ডাক দিয়ে এসআইও উত্তর ২৪ পরগনার পক্ষ থেকে আজ শুক্রবার রাজারহাট ব্লকের গোয়ালপোতায় আল মানার আদর্শ শিক্ষা শিবির প্রাঙ্গনে একটি জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। “শামিল হও, আমার সৎকর্মশীল ব্যক্তিদের মধ্যে” এই শিরোনামে রাজ্য জুড়ে প্রচারাভিযান চলছে (১৫-৩১শে অক্টোবর)। তারই অংশ হিসাবে এদিনের এই সম্মেলন বলে জানিয়েছেন সংগঠনটির জেলা এক প্রতিনিধি। এদিনের এই জেলা সম্মেলন প্রধান অতিথি ছিলেন, স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় সভাপতি সালমান আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন, রাজ্য জামাআতে ইসলামীর আমিরে হালকা আব্দুর রফিক, প্রাক্তন আমিরে হালকা নুরুদ্দিন সাহা, সেক্রেটারি হালকা মশিউর রহমান, এসআইও’র রাজ্য সভাপতি সাবির আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। ক্যাম্পেইন উপলক্ষে জেলাজুড়ে যে অনলাইন প্রবন্ধ, সঙ্গীত, পোস্টার ডিজাইন প্রভৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। তার পুরস্কার বিতরণী করা হয় এই সম্মেলন থেকে। বক্তারা ছাত্র ও যুবসমাজের পুনর্গঠনে ছাত্রদের ভূমিকা কি হওয়া উচিত সে নিয়ে বক্তব্য রাখেন। কেন্দ্রীয় সভাপতি সালমান আহমেদ বলেন, “বাংলার সাহিত্য, সংস্কৃতি, রীতি-নীতি বরাবরই ভারত তথা বিশ্বে বিখ্যাত। বাংলা এই দেশকে অনেক কিছু দিয়েছে। কিন্তু কোনো সমাজে যদি সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে পড়ে। তাহলে সে সমাজের ধ্বংস অনিবার্য। তাই আমাদেরকে অবশ্যই সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলতে হবে।”