এক বছরের জন্য কৃষি আইন লাগু হতে দিন লাভ না হলে আমরা সংশোধন করব: রাজনাথ সিং

টিডিএন বাংলা ডেস্ক: এক বছরের জন্য কৃষি আইন লাগু হতে দিন লাভ না হলে আমরা সংশোধন করব। কৃষকদের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, একবার এই আইনকে লাগু হতে দিন। দু এক বছর এই আইন অনুযায়ী কাজ করে দেখুন। তখন যদি আপনাদের মনে হয় এটা কিষাণদের জন্য লাভবান আইন নয় তখন যা সংশোধন দরকার হবে আমরা তা করতে প্রস্তুত থাকব।’