টিডিএন বাংলা ডেস্ক: করোনার স্বাস্থ্য বিধি না মেনে চললে বা মাস্ক না পরে বেরোলে কোভিড কেয়ার সেন্টারে ৫ থেকে ১৫ দিন অভিযুক্ত ব্যক্তিকে দৈনিক ৪ থেকে ৫ ঘন্টা ডিউটি করতে হবে। বুধবার করোনা সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি জে বি পাদ্রিওয়ালার বেঞ্চ রাজ্য সরকারকে এই নির্দেশ দিয়েছে।
গুজরাট আদালতের এই নির্দেশ অনুযায়ী, কোভিড নিয়ম বিধি ভাঙলেই ডিউটি দিতে হবে কোভিড কেয়ার সেন্টারে। সাজা প্রাপ্ত ব্যক্তিকে তার বয়স, শিক্ষাগত যোগ্যতা, লিঙ্গ এবং অপরাধের গুরুত্ব অনুসারে শাস্তি অর্থাৎ কাজ দেওয়া হবে। অভিযুক্ত ব্যক্তিকে সাফাই রান্নাবান্না এবং চিকিৎসা ছাড়া অন্য সমস্ত কাজে সহযোগিতা করতে হবে।