টিডিএন বাংলা ডেস্ক : অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় অনুষ্ঠিত এক জনসভায় বিজেপির রাজ্য সভাপতি সোমু বীররাজু মদ্যপেয়ীদের খুশির খবর দিলেন। বিজেপি ১ কোটি ভোটে জিতলে অন্ধ্রপ্রদেশের আমজনতার জন্য মদের মূল্য ৫০-৭০ টাকা করা হবে বলে তিনি ঘোষণা করেন।
জনসভায় তিনি বলেন, ‘‘ভারতীয় জনতা পার্টিকে এক কোটি ভোট দিন। আমরা মাত্র ৭০ টাকায় মদ সরবরাহ করব। আমাদের যদি আরও রাজস্ব অবশিষ্ট থাকে, তা হলে মাত্র ৫০ টাকায় মদ বিক্রি করা হবে।’’ পাশাপাশি তিনি অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন ওয়াই আর এস কংগ্রেস দলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, রাজ্য সরকার মানুষের কাছে বেশি টাকায় খারাপমানের মদ বিক্রি করছোচনা।
বিভিন্ন রাজনৈতিক দল ভোটের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে। কিন্তু এবার নির্বাচনি প্রতিশ্রুতিতে মদের দাম কমানোর ঘোষণা করায় শুরু হয়েছে সমালোচনা।