নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসে কলকাতার রাজপথে জনতার ঢল চোখে পড়ার মত। এখনও কলকাতা অভিমুখে চলছে মানুষের জনসমুদ্র। বৃষ্টি উপেক্ষা করেই সভায় যোগদানের উদ্দেশ্যে সভাস্থলে এগিয়ে চলেছে তৃণমূল কর্মীরা। পুরো কলকাতায় থিক থিক করছে মানুষের ভিড়। কলকাতা গামী কলাকাতার কাছাকাছি সব রাস্তাই ব্লক হয়ে গিয়েছে মানুষের ভিড়ে।