আমি সকলের প্রেসিডেন্ট হব, বার্তা জো বাইডেনের, হার স্বীকার করতে নারাজ ট্রাম্প

টিডিএন বাংলা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হতে চলেছেন জো বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল সংখ্যক মানুষের রায় নিয়ে জয়ের পর এক ট্যুইট বার্তায় জো বাইডেন লিখেছেন,

‘আমেরিকা দেশ চালানোর জন্য আমাকে বেছে নেওয়ায় আমি ধন্য। কাজটা সহজ হবে না। কিন্তু প্রতিজ্ঞা করছি, আমি সকলের প্রেসিডেন্ট হব। যাঁরা আমাকে দিয়েছেন কিংবা যারা দেননি, আমি সকলের। আমার উপর যে বিশ্বাসটা দেখিয়েছেন তা রাখবই।’

এদিকে জো বাইডেনের জয় মিললেও এখনও নিজে হার স্বীকার করতে চাইছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন টিভি চ্যানেল বাইডেনের জয় ঘোষণা করার পর ট্রাম্পের দাবি, রাজ্যগুলি এখনও ফলাফল বৈধ বলে ছাড়পত্র দেয়নি এখনও এবং একাধিক স্তরে এই ফলকে আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। বাইডেন নিজেকে ‘বিজয়ী বলে মিথ্যা ঘোষণা করতে ঝাঁপিয়ে পড়েছেন’। আমরা সবাই জানি, কেন জো বাইডেন ছুটে এসে মিথ্যা নিজেকে বিজয়ী ঘোষণা করছেন, কেন তাঁর সমর্থক মিডিয়া বন্ধুরা তাঁকে সাহায্য করতে এত পরিশ্রম করছে। ওরা চায় না, সত্যিটা প্রকাশ পাক।