টিডিএন বাংলা ডেস্ক: সিলেক্টেড নয়, আমি ইলেক্টেড। তাৎপর্যপূর্ণ মন্তব্য করে আলোচনার শীর্ষে মন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার এক বুধবার পূর্ব মেদিনীপুরের তমলুকে সমবায় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘১৯৯৬ থেকে সমবায় আন্দোলন শুরু করেছি। আমি বিভিন্ন ব্যাঙ্কের চেয়ারম্যান রয়েছি। সবটাতেই আমি ইলেকটেড হয়েছি, নট সিলেক্টেড। মেদিনীপুর জেলা থেকেই সমবায় আন্দোলন শুরু হয়েছিল।‘ এদিকে শুভেন্দু অধিকারী মন্তব্য ঘিরে ফের রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।