HighlightNewsদেশ

নিথর দেহে লাথির পর লাথি মারছেন চিত্র সাংবাদিক! কে ইনি?

টিডিএন বাংলা ডেস্ক : বৃহস্পতিবার অসমে বেআইনি দখলদারদের উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। ওই ঘটনার একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যায়, এক চিত্র সাংবাদিকদের ‘কীর্তি’! সশস্ত্র পুলিশের সঙ্গে তিনিও ছিলেন। কে ওই চিত্র সাংবাদিক? জানেন কি? সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা যায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এমন এক ব্যক্তির বুকের ওপর জোড়া লাথি মারছেন। সেই সঙ্গে কিল-ঘুষি। পুলিশ অবশ্য পরে তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। গলায় তাঁর ক্যামেরা। সোশ্যাল মিডিয়ায় ওই ফুটেজ ছড়িয়ে পড়তেই, ছিঃ ছিঃ পড়ে যায়। প্রশ্ন ওঠে, সংবাদমাধ্যমের কর্মী বা চিত্র সাংবাদিকের কী এটাই ধর্ম? ওই চিত্র সাংবাদিককে গ্রেফতার করার দাবি জানানো হয় বিভিন্ন মহল থেকে। নানা প্রান্ত থেকে উঠে নিন্দার ঝড়! চাপে পড়ে ওই চিত্র সাংবাদিককে গ্রেফতার করে পুলিশ। কিন্তু কে এই গুনধর? সূত্রের খবর, ওই সংবাদিকের নাম বিজয় বনিয়া। অভিযান ক্যামেরাবন্দি করতে জেলা প্রশাসন তাঁকে ভাড়া করে নিয়ে যায়। ওই চিত্র সাংবাদিক দারাং জেলার বাসিন্দা। সেই অভিযান ক্যামেরাবন্দি করতে গিয়ে সে আসলে একজন প্রশাসনের কর্মীর দায়িত্ব পালন করলেন বলে অভিযোগ উঠেছে। অসম পুলিষেক ডিআইজি ভাস্কর জ্যোতি মহান্তি জানান, ওই চিত্রগ্রাহককে গ্রেফতার করা হয়েছে। তাঁকে সিআইডি গ্রেফতার করেছে।

Related Articles

Back to top button
error: