মুহাম্মদ জাকারিয়া, টিডিএন বাংলা, শিলিগুড়ি : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপিকে উৎখাত করার লক্ষ্যে শিলিগুরিতে ইমাম সমাবেশের অনুষ্ঠিত হয়। শনিবার অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়ি শহরের অবস্থিত ঝংকার মোড় দরগাহ শরীফে ইমাম মোয়াজ্জিন সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের রাজ্য সভাপতি মুহাম্মদ বাকীবিল্লাহ মোল্লা বলেন, “আমরা রাজ্যে সরকারের সাথে রয়েছি এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে । আমরা এখান থেকে এই বার্তাই দিচ্ছি যে আগামী যে লোকসভা নির্বাচন রয়েছে আমরা এই লোকসভায় নির্বাচনে আমরা এই সরকারকে সাপোর্ট করছি এবং সাম্প্রদায়িক বিজেপি কে উক্ষাত করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই এবং কাজ চালিয়ে যাবো।”
এদিনের অনুস্থানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মুহাম্মদ বাকীবিল্লাহ মোল্লা, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ, শিলিগুড়ি করপোরেশনের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ছিলেন উত্তরবঙ্গের অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডাক্তার বাশির উদ্দিন, অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি মোহাম্মদ আশির উদ্দিন, উত্তর দিনাজপুর জেলা সেক্রেটারি মাহিরুদ্দিন আহামদ সহ আরও অনেকেই।