গভীর রাতে আক্রান্ত হলেন আরামবাগের ইমাম রেজাক সরকার, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

আরামবাগের ইমাম হাজি রেজাক সরকারকে এসএসকেএমে দেখতে এসেছেন নওসাদ সিদ্দিকী। ছবি সৌজন্যে আইএসএফ।
আরামবাগের ইমাম হাজি রেজাক সরকারকে এসএসকেএমে দেখতে এসেছেন নওসাদ সিদ্দিকী। ছবি সৌজন্যে আইএসএফ।

টিডিএন বাংলা ডেস্ক: গভীর রাতে ছিনতাইকারী দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন হুগলির আরামবাগের ঘোলদিগরুই মসজিদের ইমাম হাজি রেজাক সরকার। বুধবার আরামবাগ থানার চাঁদপুর গ্রামের ব্লু স্টার ক্লাবের পাশে এই ঘটনা ঘটে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অভিযোগ, শাসকদলের আশ্রিত দুষ্কৃতিরাই রাতের অন্ধকারে হামলা চালিয়েছে ইমাম সাহেবের ওপরে। ইমাম সাহেবের পরিবারের তরফ থেকেও একই অভিযোগ তোলা হয়েছে।

জানা গেছে, বুধবার রাতে একটি ধর্মীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন হাজী রেজাক সরকার। সেই সময় অতর্কিতে তাঁর ওপর দুষ্কৃতীরা হামলা চালায়। অভিযোগ, নাক মুখ পুরো রক্তাক্ত করে দেওয়া হয়, ইঁট দিয়ে থেঁতলে পা ও বুকের পাঁজরের হাড় ভেঙে দেওয়া হয়। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় ইমাম সাহেবকে প্রথমে আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয় তারপর সেখান থেকে পরবর্তী চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়।

এই ঘটনার কথা জানতে পেরে বৃহস্পতিবার সন্ধ্যেবেলা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ও বিধায়ক মহম্মদ নওসাদ সিদ্দিকী এসএসকেএম-এ ইমাম সাহেবের সঙ্গে দেখা করতে যান। এদিন হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন,”দেখে শুনে মনে হচ্ছে এখানে জঙ্গল রাজ চলছে। প্রতিদিনই রাজ্যের কোথাও-না-কোথাও দলিত, আদিবাসী মুসলমান, পিছড়ে বর্গের মানুষরা আক্রান্ত হচ্ছেন। ধর্মীয় গুরু ইমাম সাহেবরা আক্রান্ত হচ্ছেন, এটা চলতে পারে না। শাসক দলের ভোট মেশিনারি হয়ে কাজ করার জন্যই কি এই দুষ্কৃতীদের অবাধ ছাড় দেওয়া হচ্ছে? পুলিশ প্রশাসন কি দলদাস হয়ে থাকবে?”একই সঙ্গে এই বিষয় নিয়ে বিধানসভায় সরব হওয়ার কথাও বলেন নওসাদ সিদ্দিকী।