Highlightআন্তর্জাতিক

ইমরান খানের দুর্নীতি মামলায় তাড়াহুড়া করেছেন বিচারক! মন্তব্য পাকিস্তানের প্রধান বিচারপতির

টিডিএন বাংলা ডেস্ক: ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা দুর্নীতি মামলার রায় ঘোষণার সময় তাড়াহুড়া করেছেন ট্রায়াল কোর্টের বিচারক। পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বন্দিয়াল রায় পর্যবেক্ষণ করে বুধবার এই মন্তব্য করেছেন। খবর জিও নিউজের।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের দায়ের করা পিটিশনের ওপর সুপ্রিম কোর্টের (এসসি) শুনানির সময় শীর্ষ বিচারক এই মন্তব্য করেছেন। তোশাখানা মামলা অন্যটিতে স্থানান্তরের বিষয়ে ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) রায়কে চ্যালেঞ্জ করে আদালতে পিটিশন করেছিলেন ইমরান খান। পিটিআই প্রধানের আবেদনের শুনানি করেন সিজেপি বান্দিয়াল, বিচারপতি সৈয়দ মাজাহার আলী আকবর নকভি এবং বিচারপতি জামাল খান মান্দোখেলের নেতৃত্বে তিন সদস্যের শীর্ষ আদালতের বেঞ্চ।

গত ৪ আগস্ট, পিটিআই প্রধান তার বিরুদ্ধে দেওয়া রায়কে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি মামলাটি অন্য আদালতে স্থানান্তর করার আবেদন যানান। তবে তার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। পরে ৫ আগস্ট, ইমরানের আইনজীবী খাজা হারিস আইএইচসি-র সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করেন। আবেদনের সঙ্গে তিনি একটি ডায়েরি নম্বর সংযুক্ত করেন। বর্তমানে তোশাখানা মামলায় দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে এবং তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ইমরান খান। তাকে ইসলামাবাদের কুখ্যাত অ্যাটক কারাগারে রাখা হয়েছে। সূত্র- দৈনিক ইত্তেফাক

Related Articles

Back to top button
error: