প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠিতেও ‘ম্যানমেড বন‍্যার’ অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

টিডিএন বাংলা ডেস্কঃ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে লেখা চিঠিতে বাংলার বন্যাকে ‘ম্যানমেড বান‍্যা’ বলে অভিযোগ করলেন। এই চিঠিতে তিনি দাবি করেন, DVC-এর অপরিকল্পিতভাবে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার ফলেই এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যার ফলে লক্ষাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, কেন্দ্র সরকার জরুরি ভিত্তিতে এই সমস্যা সমাধানের জন্য পরিকল্পনা করুক। বাংলার বন্যা পরিস্থিতি ও DVC- অপরিকল্পিত জল ছাড়ার ব্যাপারে এই প্রথম নয়, বরং এর আগেও সাত-আটবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এছাড়া ৪ অক্টোবরে প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠির কোন উত্তর না আসায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য যে, গত কয়েক দিনের অতিবৃষ্টি ও রাজ্য সরকারকে না জানিয়ে DVC-এর অপরিকল্পিতভাবে জল ছাড়ার কারণে বাংলার কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতিপূর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বন্যাকে ম্যানমেড বন্যা আখ্যা দিয়ে এর জন্য DVC কে দায়ী করেছিলেন। এবার স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেও একই দাবি করলেন তিনি।