HighlightNewsদেশ

আসামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২২ লাখ মানুষ, মৃত ১৭৮, জলমগ্ন ১৯৩৪ টি গ্রাম

টিডিএন বাংলা ডেস্ক: দেশের অধিকাংশ স্থানের মানুষ বৃষ্টির কারণে গরম ও আর্দ্রতা থেকে স্বস্তি পেলেও এই বৃষ্টির কারণেই দেশের উত্তর-পূর্বের রাজ্যের মানুষ চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন। উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসম। অসমে বন্যার কারণে এখনও পর্যন্ত ২২ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

রাজ্যের ৩৪টি জেলার মধ্যে ২৭টির অন্তত ১,৯৩৪টি গ্রাম এখনও বন্যার কবলে রয়েছে। এপ্রিল থেকে বন্যা ও ভূমিধসে মোট মৃতের সংখ্যা বেড়ে ১৭৪-এ দাঁড়িয়েছে। কিছু নদীর জলস্তর হ্রাস পাওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে ব্রহ্মপুত্র, কপিলি, ডিসাং এবং বুরহিডিহিং-এর মতো নদীগুলি এখনও অনেক জায়গায় বিপদ চিহ্নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে জেলা কর্মকর্তারা ২৩টি জেলায় ৪০৪টি ত্রাণ শিবির স্থাপন করেছেন। ওই ট্রেন শিবিরে ২লাখ ৭৭ হাজার মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ১৩৮টি ত্রাণ কেন্দ্রের মাধ্যমে বন্যা দুর্গতদের জন্য ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে।

Related Articles

Back to top button
error: