বাংলায় বিজেপি দুই অঙ্কে পৌছাবে না, ট্যুইটে চ্যালেঞ্জ পিকের

টিডিএন বাংলা ডেস্ক: বাংলায় বিজেপি দুই অঙ্কে পৌছাবে না। ট্যুইট করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের ভোট কৌঁসুলি প্রশান্ত কিশোর।

এক ট্যুইটে প্রশান্ত কিশোর লিখেছেন, “বাস্তব পরিস্থিতি হল বিজেপিকে এবার দুই অঙ্কের ঘরে পৌঁছাতেও সমস্যা পড়তে হবে। যদি বিজেপি এর থেকে ভালো কিছু করে তাহলে আমি এখান থেকে চলে যাব।”