টিডিএন বাংলা ডেস্ক: বিহারে আগামীকাল ২৫ মে লকডাউনের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। তার আগেই ২৪ মে বিহারে লকডাউনের সময়সীমা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আগামী ১ জুন পর্যন্ত বিহারে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হলো। সোমবার নিজের আফিশিয়াল টুইটার হ্যান্ডেলে একথা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এর আগে করোনার সংক্রমণ রুখতে গত ৫ মে বিহারে লকডাউনের ঘোষণা করেছিলেন নীতিশ কুমার।
कोरोना संक्रमण को देखते हुए 5 मई 2021 से तीन सप्ताह के लिए लाॅकडाउन लगाया गया था। आज फिर से सहयोगी मंत्रीगण एवं पदाधिकारियों के साथ स्थिति की समीक्षा की गई। (1/2)
— Nitish Kumar (@NitishKumar) May 24, 2021
নিজের টুইটে নীতীশ কুমার জানিয়েছেন, গত ৫ মে ৩ সপ্তাহ লকডাউন ঘোষণার পর আজ রাজ্যে করোনা পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। লকডাউনের প্রভাবে ভাল ফল পেয়েছে রাজ্য। তবে পরিস্থিতি আরও খানিকটা বাগে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো জানান, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা গেলেও এখনই লকডাউন তুলে দেওয়া যাবে না। ১ জুন পর্যন্ত বিহারে সম্পূর্ণ লকডাউন থাকবে। করোনার সংক্রমণ ক্রমশ বেড়ে যাওয়ার জন্য ৫ মে থেকে তিন সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সহকারী মন্ত্রী এবং কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
(2/2) लाॅकडाउन का अच्छा प्रभाव पड़ा है और कोरोना संक्रमण में कमी दिख रही है। अतः बिहार में 25 मई के आगे एक सप्ताह के लिए अर्थात 1 जून, 2021 तक लाॅकडाउन जारी रखने का निर्णय लिया गया है।
— Nitish Kumar (@NitishKumar) May 24, 2021