টিডিএন বাংলা ডেস্ক: শুধুমাত্র উচ্চবর্ণের খাবারের থালা ছোঁয়ার অপরাধে মধ্যপ্রদেশের ছত্তরপুর মেরে ফেলা হলো ২৫ বর্ষীয় দলিতকে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যেবেলা একটি অনুষ্ঠানে কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা, কোরি সম্প্রদায়ের সিডিউল কাস্ট কৃষক মজুর দেবরাজ অনুরাজী উচ্চবর্ণের মানুষদের একটি পরিপূর্ণ খাবারের থালা ধুয়ে ফেলার কারণে তার দুই উচ্চবর্ণের বন্ধু অপূর্ব সনি এবং সন্তোষ পাল তাকে পিটিয়ে মেরে ফেলে।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, দেবরাজকে ততক্ষণ পর্যন্ত লাঠি দিয়ে মারা হতে থাকে যতক্ষণ না তার শরীর থেকে রক্ত ঝরতে শুরু করে। যখন সে অজ্ঞান হয়ে পড়ে তখন তার ওই দুই বন্ধু অপূর্ব সোনি এবং সন্তোষ পাল তাকেই তার বাড়িতে আহত হয়েছে বলে ছেড়ে পালিয়ে যায়। সন্ধ্যে সাতটা নাগাদ গুরুতর আঘাতের কারণে মৃত্যু হয় দেবরাজের।
স্থানীয় গৌরীহর থানার তরফ থেকে ইতিমধ্যেই ওই দুই অভিযুক্তকে খুন এবং দলিতের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় সংবিধানের ধারা ৩০২,৩৪ এবং অন্যান্য আরো বেশ কয়েকটি ধারায় ওই দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এএসপিএএসপি ছত্তরপুর, সমীর সৌরভ বলেছেন, “পুলিশ অভিযুক্তদের সন্ধান করছে এবং শিগগিরই তারা কারাগারের ভেতরে থাকবে।”এর পাশাপাশি তিনি বলেন, এসসি / এসটি অত্যাচার আইন-২০১৮-এর বিধান অনুসারে ভুক্তভোগীর পরিবারকে ৮.২৫ লক্ষ টাকা এবং অন্যান্য সুবিধা প্রদান করা হবে।