রাজ্য
মুর্শিদাবাদের সালারে নির্দল প্রার্থীর বাড়ির সামনে বন্দুক হাতে দাপাদাপি, বোমাবাজি
টিডিএন বাংলা ডেস্ক: ভোট শেষ হলেও শেষ হয়নি অশান্তি। মুর্শিদাবাদের সালারে নির্দল প্রার্থীর বাড়ির সামনে চলল বন্দুক হাতে দাপাদাপি। চলল ব্যাপক বোমাবাজি। অভিযোগ, নির্দল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। মুড়ি-মুড়কির মতো ছোঁড়া হয় বোমা। আইএসএফ প্রার্থীর দাবি, ভোট লুঠ করতে না পেরে এই বোমাবাজি চালানো হচ্ছে। তবে, এই অভিযোগ মানতে নারাজ শাসক দল।