টিডিএন বাংলা ডেস্ক: পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশের কুলুতে সকলের চোখের সামনেই হুড়মুড়িয়ে একই সঙ্গে ভেঙে পড়লো ৭টি বহুতল বাড়ি। এই ঘটনায় ব্যাপক ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকার মানুষের মধ্যে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। কয়েক মাস ধরেই উত্তর ভারতের হিমাচল প্রদেশ প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী।
টানা বৃষ্টির জেরে একেবারে ধবংসের মুখে দাঁড়িয়ে এই পাহাড়ি রাজ্যটি। লাগাতার বৃষ্টির জেরে নাজেহাল হিমালয়ের দুই রাজ্য হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে নতুন করে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু হিমাচলেই মঙ্গলবার মৃত্যু হয়েছে ১২ জনের। তাঁদের মধ্যে মান্ডি এবং শিমলায় ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে সাত জনের। তিন জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। ডুবে মৃত্যু হয়েছে আরও দু’জনের। অন্য দিকে উত্তরাখণ্ডের পৌড়ীতে বুধবার এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।