Highlightদেশ

ভারতেও বুস্টার ডোজের পক্ষে জোর সওয়াল বিশেষজ্ঞের

টিডিএন বাংলা ডেস্ক : করোনা ভাইরাসকে পরাস্ত করার অন্যতম হাতিয়ার ভ্যাকসিন। এক্ষেত্রে দুটি ডোজ বাধ্যতামূলক। এমনই দাবি বিশেষজ্ঞদের। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট এর বাড়বাড়ন্ত রুখতে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। ভারতেও শীঘ্রই বুস্টার ডোজ প্রয়োজন হবে বলে মন্তব্য করলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির ডিরেক্টর ডক্টর প্রিয়া আব্রাহাম।

মার্কিন বিশেষজ্ঞদের সতর্কবার্তা আগেই ছিল। তারা জানিয়েছিলেন, ডেল্টা স্ট্রেইনের মোকাবিলা শুধুমাত্র ভ্যাকসিন নিলেই হবে না। তার সঙ্গে দরকার বুস্টার ডোজ। এবার এই একই কথা বললেন ডাক্তার প্রিয়া আব্রাহাম। তিনি বলেন, ভবিষ্যতে ভারতে অবশ্যই বুস্টার ডোজ প্রয়োগ করতে হবে। গোটা বিশ্বে ইতিমধ্যেই এই নিয়ে গবেষণা চলছে। যদিও বিশ্ব স্বাস্থ্যসংস্থা (হু) এখনই এই নিয়ে কিছু বলছে না। কারণ ধনী ও গরিব দেশের মধ্যে টিকাকরণের বিস্তর ফারাক রয়েছে।

ফাইজার ও বায়োএনটেকের আরএনএ ভ্যাকসিন এর দুটি ডোজের পর ৯০ দিন কার্যকর থাকছে। তারপরই টিকার কার্যকারিতা হারাচ্ছে। এক্ষেত্রে বুস্টার ডোজ নেওয়া না থাকলে, আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। বিশেষজ্ঞদের সমীক্ষা-রিপোর্ট প্রকাশ্যে আসার পর বুস্টার ডোজে জোর দিয়েছে বাইডেন প্রশাসন। এই পরিস্থিতিতে ডাক্তার আব্রাহামের বুস্টার ডোজের পক্ষে সওয়াল বেশ তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, “ধনী ও গরিব দেশের মধ্যে ভ্যাকসিন ডোজের ফারাক অনেক। অনেক দেশে এখনও সকলে দুটি ডোজ ভ্যাকসিন পাননি। কিন্তু সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে সব দেশকে বুস্টার ডোজের পথে হাঁটতে হবে। ভারতও তার ব্যতিক্রম নয়।”

Related Articles

Back to top button
error: