HighlightNewsরাজ্য

জয়পুরে রাজ্য সরকারের ‘স্বাস্থ্যের অধিকার’ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করা চিকিৎসকদের ওপর লাঠিচার্জ করল পুলিশ

টিডিএন বাংলা ডেস্ক: জয়পুরে রাজ্য সরকারের ‘স্বাস্থ্যের অধিকার’ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করা চিকিৎসকদের ওপর লাঠিচার্জ করল পুলিশ। প্রথমে সমাবেশ ঘেরাও করতে আসা চিকিৎসকদের থামানোর চেষ্টা করে পুলিশ। চিকিৎসকরা নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে পুলিশ লাঠিচার্জ করে। বিক্ষোভকারীর পোশাক ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় একাধিক চিকিৎসকের রক্তক্ষরণ হয়েছে বলেও জানা গিয়েছে। পুলিশ মহিলা চিকিৎসকদের সঙ্গেও দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ।

সোমবার, রাজ্য জুড়ে ২,৪০০টিরও বেশি বেসরকারি হাসপাতাল অপারেটর রাস্তায় নেমে আসেন। প্রথমে জয়পুরের এসএমএস হাসপাতাল চত্বরে নির্মিত জয়পুর মেডিকেল অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে জড়ো হন চিকিৎসক ও হাসপাতাল প্রশাসকরা। এখানে তাঁরা বিলের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেন। দুপুর ১২টার দিকে এসএমএস হাসপাতাল ত্যাগ করেন চিকিৎসকরা। জেএলএন মার্গ হয়ে ত্রিমূর্তি সার্কেলে যান চিকিৎসকরা। এখান থেকে নারায়ণ সিং সার্কেল হয়ে সেন্ট্রাল পার্কের সামনে স্ট্যাচু সার্কেলে পৌঁছন চিকিৎসকরা।

দুপুর ১টার দিকে স্ট্যাচু সার্কেলের কাছে সবাইকে থামায় পুলিশ। এ সময় চিকিৎসক ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়। স্ট্যাচু সার্কেলেই ধর্নায় বসেন চিকিৎসকরা। পুলিশ বাধা দেওয়ায় বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। পুলিশের বিরুদ্ধে পুরুষ ডাক্তারের পাশাপাশি মহিলা ডাক্তারদের সঙ্গেও দুর্ব্যবহার করার অভিযোগ রয়েছে।
এদিন, জয়েন্ট অ্যাকশন কমিটি, যারা কয়েকদিন আগে এই বিলটিকে সমর্থন করছিল, তাঁরাও বিলের বিরোধিতায় পথে নামেন। এই কমিটি গঠন করেছে চিকিৎসক ইউনিয়ন।

Related Articles

Back to top button
error: