কলকাতায় পেট্রোল ছাড়াল ১০৮ টাকা, এক নজরে দেখে নিন দেশের মেট্রো শহরের পেট্রোপণ্যের মূল্য

টিডিএন বাংলা ডেস্ক : মধ্যবিত্তের পকেটে টান পড়েই চলেছে নিরন্তর। হু হু করে বাড়ছে পেট্রোপণ্যের মূল্য পুজোর মরশুমে কোনওরকম নিস্তার মেলেনি। বুধবার সকালে কলকাতায় পেট্রোল বিকোচ্ছে লিটার প্রতি ১০৮টাকা ৪৫ পয়সায়। আর ডিজেল কিনতে হলে আপনাকে এক লিটারের জন্য গুনতে হবে ৯৯ টাকা ৭৮ পয়সা। এদিন দিল্লিতে এক লিটার পেট্রোল ১০৭ টাকা ৯৪ পযসা। আর লিটার প্রতি ডিজেল বিকোচ্ছে ৯৬ টাকা ৬৭ পয়সায়।

অন্যদিকে ১১৩ টাকা ৪০ পয়সা খরচ করলে মুম্বইতে পাবেন এক লিটার পেট্রোল। আর ডিজেলের মূল্য ১০৪ টাকা ৭৫ পয়সা। চেন্নাইতে লিটার প্রতি ডিজেল বিকোচ্ছে ১০০ টাকা ৯২ পয়সায়। আর পেট্রোল ১০৪ টাকা ৪৩ পয়সা। রান্নার গ্যাসের দামও বাড়ছে প্রতিনিয়ত। রাজ বাসী দ্রব্যমূল্য বৃদ্ধির ঘায়ে ঘায়েল।