HighlightNewsদেশ

লাদাখে পথ দূর্ঘটনার কবলে সেনার গাড়ি, গভীর খাদে পড়ে নিহত বহু জাওয়ান

টিডিএন বাংলা ডেস্ক: উত্তর সীমান্তের পাহাড়ি রাজ্য লাদাখে পথ দূর্ঘটনার কবলে পড়লো সেনা বাহিনীর একটি গাড়ি। চাকা পিছলে গভীর খাদে পড়ে যাওয়ার কারণে নিহত হয়েছেন বহু জাওয়ান।এই ঘটনায় অন্তত ন’জন সেনা মারা গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন অনেকেই।উদ্ধারকাজ শুরু করেছে সেনা। কিন্তু মনে করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।

এই ঘটনার পরে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেন। তিনি টুইটারে লেখেন, “লাদাখের কাছে সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয় সেনার মৃত্যুর খবর শুনে গভীরভাবে মর্মাহত। আমার সমবেদনা রইল শোকাহত পরিবারের জন্য। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

জানা গিয়েছে, গতকাল শনিবার বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে লাদাখের রাজধানী লেহ্ থেকে ১৫০ কিলোমিটার দূরত্বে অবস্থিত কিয়ারিতে। গাড়িতে জওয়ান এবং আধিকারিক মিলিয়ে মোট দশ জন সেনা ছিলেন।

Related Articles

Back to top button
error: