HighlightNewsদেশ

মহারাষ্ট্রে অওরঙ্গাবাদ ও ওসমানবাদ শহরের নাম বদলে করা হল সম্ভাজিনগর ও ধারাশিব

টিডিএন বাংলা ডেস্ক: মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে সরকারের পতন যখন এক প্রকার নিশ্চিত ঠিক তখনই শেষে বড় সিদ্ধান্ত কার্যকরি করে গেল উদ্ধব ঠাকরে সরকার। মুখ্যমন্ত্রীত্ব হারানোর ঠিক আগের মূহুর্তে অওরঙ্গাবাদের নাম বদলে সম্ভাজিনগর এবং ওসমানবাদ শহরের নাম বদলে করা হল ধারাশিব। অওরঙ্গাবাদ নামকরণ করা হয়ে ছিল শেষ শক্তিশালী মোঘল সম্রাট অওরঙ্গজেবের নাম অনুসারে। আর এখন ছত্রপতি শিবাজির জ্যেষ্ঠপুত্র সম্ভাজীর সম্মানে সেই নাম পরিবর্তন করে রাখা হল সম্ভাজিনগর। অন্যদিকে ওসমানবাদ নামকরণ করা হয় হায়দরাবাদের শেষ নিজাম ওসমান আলি খানের নামে। কিন্তু যেতে যেতে বিদায়ী মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কেন এই বড় সিন্ধান্তটি নিলেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি উদ্ধব ঠাকরের শেষ রাজনৈতিক চাল। মারাঠা আবেগকে উস্কে দেওয়ার কৌশল হিসাবেই তিনি এই সিদ্ধান্ত কার্যকর করলেন। শিবসেনা অনুগামী ও হিন্দুত্ববাদীরা দীর্ঘ দিন থেকেই এই দাবি তুলে আসছিলেন। রাজনৈতিক সন্ধি ক্ষণে দাঁড়িয়ে সেই দাবি পূরণ করে নিজেকে মারাঠা প্রেমী বা হিন্দুত্ববাদী হিসাবে তুলে ধরার প্রচেষ্টা করলেন উদ্ধব সরকার। এমনটাই মনে করছেন মারাঠা রাজনীতীকরা।

উল্লেখ্য যে, ১৯৮৮ সালে শিবসেনার সুপ্রিমো বালাসাহেব ঠাকরে ঘোষণা করেন অওরঙ্গবাদের নাম বদলে করা হবে সম্ভাজি নগর। কিন্তু বিভিন্ন কারণে সেই ঘোষণা আর কার্যকরি হয়নি। সেই প্রসঙ্গ টেনে বিজেপি বারবার অভিযোগ করেছে সরকারে থাকা সত্ত্বেও সেনা তাদের প্রতিশ্রুতি মতো অওরঙ্গাবাদের নাম বদলায়নি। কংগ্রেসের চাপের কারণেই তারা ভয় পাচ্ছে বলেও অভিযোগ উঠেছিল। বিদ্রোহী নেতা একনাথ শিণ্ডে উদ্ধব ঠাকরের বিরুদ্ধে অভিযোগ করে ছিল উদ্ধব হিন্দুত্বের লাইন থেকে ও বালাসাহেব ঠাকরের আদর্শ থেকে সরে যাচ্ছেন। এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে জোটকেই তারা এর জন্য দায়ী করে ছিলেন। কিন্তু তারা যে হিন্দুত্বের লাইন থেকে ও বালাসাহেব ঠাকরের আদর্শ থেকে সরে যাচ্ছেন না সেটা প্রমাণ করতেই এই সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: