টিডিএন বাংলা ডেস্ক: মহারাষ্ট্র বিধান পরিষদের নির্বাচনে ব্যাপক ভরাডুবি বিজেপির। হাতছাড়া হলো নাগপুরও। জয়ী হয়েছে জোট ‘মহাবিকাশ অঘড়ি’। বিধান পরিষদের মোট নির্বাচনে ৬টি আসনের মধ্যে পাঁচটিতেই হেরে যায় বিজেপি৷ মাত্র একটি আসন পায় বিজেপি। বিজেপি নেতা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সংবাদমাধ্যমকে বলেন, ‘তিনটি দলের সম্মিলিত শক্তি বুঝতে আমাদের ভুল হয়েছিল৷ হিসেবেও গরমিল হয়ে গিয়েছিল৷ এই ফল প্রত্যাশা করিনি আমরা৷’ এদিকে নাগপুর, ঔরঙ্গাবাদ এবং পুণেতেও হেরে যায় বিজেপি। জয়ী হয়েছেন এনসিপির প্রার্থী৷ কংগ্রেস জয়ী হয়েছে দু’টি আসনে৷ একটি আসন পেয়েছেন নির্দল প্রার্থী৷ যদিও জেতেনি শিবসেনা।