মমতার তৃতীয়বারের সরকারে মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন ৭ জন মুসলিম বিধায়ক

উপর থেকে ঘড়ির কাঁটা অনুসারে) ফিরহাদ হাকিম, জাভেদ আহমেদ খান, আখরুজ্জামান,সিদ্দিকুল্লাহ চৌধুরী, হুমায়ুন কবীর, গোলাম রব্বানি ও সাবিনা ইয়াসমিন । ফাইল ছবি

টিডিএন বাংলা ডেস্ক: আগামীকাল রাজভবনে তৃণমূলের তৃতীয়বারের সরকারে পূর্ণ ও প্রতিমন্ত্রী মিলিয়ে মোট ৪৩ জন বিধায়ক মন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন। এরমধ্যে রয়েছেন ৭ জন মুসলিম বিধায়ক। এঁদের মধ্যে ক্যাবিনেট মন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন ফিরহাদ হাকিম, গুলাম রব্বানি, জাভেদ আহমেদ খান এবং সিদ্দিকুল্লা চৌধুরী। এছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পূর্ণ মন্ত্রী পদে শপথ গ্রহণ করছেন প্রাক্তন আইপিএস অফিসার এবং বাঙালি মুসলিমদের একটি বলিষ্ঠ কন্ঠ হুমায়ুন কবীর। এর পাশাপাশি রাস্ট্র মন্ত্রীর পদে শপথ গ্রহণ করছেন আখরুজ্জামান এবং ইয়াসমিন সাবিনা। উল্লেখ্য, তৃণমূল সরকারে এই প্রথম একজন মুসলিম মহিলা বিধায়ক মন্ত্রী পদে শপথ গ্রহণ করতে চলেছেন।