দেশ

করোনাতে হাল খারাপ মিজোরামের, একদিনে আক্রান্ত ১৬৬ শিশু!

টিডিএন বাংলা ডেস্ক : তৃতীয় ঢেউ আসছে। বিশেষজ্ঞরা যখন লাগাতার এই আশঙ্কা প্রকাশ করে আসছেন, তখনই স্বাস্থ্য মন্ত্রকের চিন্তা বাড়ালো মিজোরামে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার সেখানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৮০ জন। এদের মধ্যে ১৬৬ জনই শিশু। যা দেখে বিশেষজ্ঞরা বলছেন এবার কি তবে তৃতীয় ঢেউ আছড়ে পড়ল?

সেপ্টেম্বর-অক্টোবরে দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়লে শিশুরা আক্রান্ত হবে বেশি। দীর্ঘদিন ধরেই সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, শনিবার সারা দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৪৫,০৮৩। তবে কেরলে দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী। পরিস্থিতির দিকে নজর রেখে ওই রাজ্যে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ফের লকডাউন জারি করা হতে পারে।

দেশের অন্যান্য রাজ্যগুলিতে সংক্রমণের হার নিম্নমুখী হলেও দক্ষিণের রাজ্য কেরল ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সংক্রমণ হু হু করে বাড়ছে। মিজোরামে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৬ জন বিএসএফ জওয়ানও রয়েছেন। অন্যদিকে ন্যাশনাল হেলথ অথরিটির প্রধান আর এস শর্মা জানিয়েছেন, কোভিড টেস্টের রিপোর্ট পাওয়া আরও সহজ হতে চলেছে। শীঘ্রই আরটিপিসিআর টেস্টের রিপোর্ট কেন্দ্রের কো- উইন অ্যাপে পাওয়া যাবে। যেভাবে টিকা প্রাপ্তির সার্টিফিকেট অ্যাপ থেকে ডাউনলোড করে নেওয়া হয়, সেই ভাবেই ভবিষ্যতে টেস্টের রিপোর্টও অ্যাপ থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। সেখানে থাকবে ডিজিটাল স্বাক্ষর। এর ফলে বিদেশ সফরকারী যাত্রীদের বিশেষ সুবিধা হবে বলে মনে করছেন শর্মা।

Related Articles

Back to top button
error: