টিডিএন বাংলা ডেস্ক : নিউজিল্যান্ডের পার্লামেন্টের নারী সাংসদ জুলি অ্যান জেনটারনিউজিল্যান্ডের পার্লামেন্টের নারী সাংসদ জুলি অ্যান জেনটার নিউজিল্যান্ডের রাজনীতিবিদদের সাধারণ জীবনযাপন করার কথা মাঝেমধ্যেই খবরের শিরোনাম হয়। এবার সেটিকেও যেন ছাড়িয়ে গেলেন দেশটির এক নারী আইনপ্রণেতা। প্রসববেদনা ওঠার পর গর্ভবতী এই নারী সাংসদ নিজেই সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তানের জন্ম দিয়েছেন। খবর প্রকাশ করেছে এনডিটিভি ও বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার (২৮ নভেম্বর) রাতের শেষ প্রহরে সাইকেল চালিয়ে নিজেই হাসপাতালে পৌঁছান নিউজিল্যান্ডের পার্লামেন্টের নারী সাংসদ জুলি অ্যান জেনটার। দেশটির গ্রিন পার্টির এই নেত্রী হাসপাতালে পৌঁছানোর এক ঘণ্টা পর কন্যা সন্তানের মা হয়েছেন। পরে খুশির খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই শেয়ার করেছেন এই রাজনীতিক। সেখানে তিনি লেখেন, ‘বিগ নিউজ! আজ ভোর ৩টা ৪ মিনিটে আমরা আমাদের পরিবারের সবচেয়ে নতুন সদস্যকে স্বাগত জানিয়েছি। আমি সত্যিকার অর্থেই সাইকেল চালিয়ে হাসপাতালে আসার পরিকল্পনা করিনি, কিন্তু শেষ পর্যন্ত সেটিই হয়েছে।”
সংবাদ সূত্র- দ্য ডেইলি ইত্তেফাক