টিডিএন বাংলা ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধের এক দিনের টি২০ ক্রিকেট খেলতে নেমে ইতিহাস সৃষ্টি করলেন ভারতীয় টিমের অধিনায়ক রোহিত শর্মা ও তার সতির্থ শিখর ধাওয়ান। এদিনের ম্যাচে ৫০০০ রানের বিরাট মাইলফলক ছুঁয়ে ফেললেন রোহিত-শিখর জুটি। আর এর মধ্য দিয়ে তারা জায়গা করে নিলে সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এক তালিকায়। ওভালের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজের প্রথম ম্যাচেই রোহিত-শিখর জুটি পার হয়ে গেলেন ৫০০০ হাজার রানের গণ্ডি। এদিন জুটিতে ১৮তম শতরানও করলেন তাঁরা।
মঙ্গলবার ওভালে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১১০ রানেই খেলা শেষ করে। এদিন যশপ্রীত বুমরা একাই ৬টি উইকেট পেয়েছেন। এছাড়া মহম্মদ শামি ৩টি এবং ১টি উইকেট পান প্রসিদ্ধ কৃষ্ণ। অন্যদিকে ভারতের হয়ে পরে ব্যাট করতে নেমে রোহিত-শিখরের ওপেনিং কোনো উইকেট না খুইয়ে ১৮.৪ ওভারে সেই রান খুব সহজেই তুলে দেয়।
উল্লেখ্য যে, এক দিনের ক্রিকেটের ইতিহাসে মাত্র তিনটি জুটির পাঁচ হাজার রান বা তার বেশি রান ছিল। মঙ্গলবার রিচি টপলের বলে চার মারেন রোহিত। সেই সঙ্গে তাঁরাও ঢুকে পড়লেন এই তালিকায়। জুটিতে সব থেকে বেশি রান রয়েছে সৌরভ এবং সচিনের। তাঁদের সংগ্রহ ৬৬০৯ রান। দ্বিতীয় স্থানে অ্যাডাম গিলক্রিস্ট এবং ম্যাথু হেডেন। তাঁরা করেছিলেন ৫৩৭২ রান। তৃতীয় স্থানে থাকা ডেসমন্ড হেনেস এবং গর্ডন গ্রিনিজ করেছিলেন ৫১৫০ রান। মঙ্গলবার রোহিত এবং শিখর শেষ করেন ৫১০৮ রানে।