HighlightNewsরাজ্য

অর্থাভাবে কারো পড়া বন্ধ হবে না, কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিশ্রুতি মমতার 

টিডিএন বাংলা ডেস্ক: টাকা পয়সার অভাবের কারণে পশ্চিমবঙ্গের কোনো ছাত্র ছাত্রীদের পড়াশোনা বন্ধ হবে না। আজ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমনই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বৃহস্পতিবার মিলনমেলা প্রাঙ্গণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতী পড়ুয়াদের নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। সেই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মমতা বলেন, “আমি বেশ কয়েকটি চিঠি পেয়েছি। আমি তাদের বলছি, পয়সার জন্য কারও পড়াশোনা আটকাবে না। গ্যারেন্টার আমি।” পাশাপাশি তিনি এও জানিয়েছেন, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে ৫০ হাজার ছাত্রছাত্রীকে দেড় হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর একজন ছাত্র বা ছাত্রী উচ্চশিক্ষার জন্য সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত কম সুদে ঋণ নিতে পারেন।

এই সংবর্ধনা অনুষ্ঠানে সরকারের তরফে কৃতীদের একটি করে ব্যাগ উপহার দেওয়া হয়। সেই ব্যাগে ছিল বই, ল্যাপটপ, হাতঘড়ি, শংসাপত্র, পদক, আরও নানারকম উপহার। ওই অনুষ্ঠানে স্টুডেন্টস ক্রেডিট কার্ড মোবাইল অ্যাপেরও উদ্বোধন করেন মমতা। যে অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীরা সরকারি শিক্ষাঋণ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ সুবিধা নিতে পারবেন।

Related Articles

Back to top button
error: