টিডিএন বাংলা ডেস্ক: গুজরাটের আদালত প্রধানমন্ত্রী মোদির ডিগ্রি মামলায় অরবিন্দ কেজরিওয়াল এবং সঞ্জয় সিংকে নতুন করে সমন জারি করেছে। এবার, পরবর্তী শুনানি হবে ৭ জুন। এর আগে, আদালত কেজরিওয়াল এবং সঞ্জয় সিংকে ১৫ এপ্রিল আদালতে হাজির হতে বলেছিল। ওই সমনটিতে তেমন স্পষ্টতা না থাকায় আদালত নতুন সমন জারি করেছে।