HighlightNewsরাজ্য

কয়লা-কাণ্ডে ‌হুমকি দিয়ে বয়ান লেখানোর অভিযোগে এফআইআর দায়ের সিবিআই আধিকারিকের বিরুদ্ধে, তদন্তে সিআইডি!

টিডিএন বাংলা ডেস্ক: এ রাজ্যে কয়লাপাচার কাণ্ডের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআইকে। এবার সেই সিবিআই-এর এক ঊর্ধতন আধিকারিকের বিরুদ্ধেই জিজ্ঞাসাবাদের নামে ডেকে নিয়ে গিয়ে জোর করে ‌হুমকি দিয়ে বয়ান লেখানোর অভিযোগ তুলে দায়ের হল এফআইআর। কয়লাপাচার কাণ্ডে সিবিআইয়ের প্রধান তদন্তকারী আধিকারিক উমেশ কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর থানায়। এফআইআর দায়ের করেছেন হাইবার আখান নামের এক জনৈক ব্যক্তি।

হাইবার আখানের অভিযোগ, সাক্ষী হিসেবে নোটিস দিয়ে তাঁকে ডেকে পাঠানো হয় নিজাম প্যালেসে। কিন্তু সেখানে যেতেই উমেশ-সহ অন্যান্য সিবিআই আধিকারিক তাকে হুমকি দিয়ে নিজেদের দাবিমতো বয়ান লিখিয়ে নিয়েছে। ইতিমধ্যে কয়লা পাচারের সঙ্গে জড়িত বহুজন জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কিন্তু এবার সেই সিবিআই এর প্রধান তদন্তকারী আধিকারিক সহ অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই অভিযোগের ভিত্তিতেই ওই তদন্তকারী অফিসারের বিরুদ্ধে ১২০ বি, ৫০৬,৪৬৫,৪৬৭,৪৬৮,৩৪ সহ একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআর এর পর সিআইডি সমস্ত তথ্য সংগ্রহ করেছে বলেও খবর। অভিযোগকারীর সঙ্গেও কথা বলছে সিআইডি।

Related Articles

Back to top button
error: