বিজেপির নজরে কৃষকরা “খলিস্তানী”এবং পুঁজিপতিরা “সব থেকে ভালো বন্ধু”; কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ রাহুল গান্ধীর

টিডিএন বাংলা ডেস্ক: কৃষক আন্দোলনকে সমর্থন করে ফের একবার কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করে রাহুল গান্ধী অভিযোগ করেছেন, বিজেপির নজরে কৃষকরা “খলিস্তানী”এবং পুঁজিপতিরা “সব থেকে ভালো বন্ধু”।

একটি টুইট করে রাহুল গান্ধী লিখেছেন,”মোদি সরকারের কাছে বিক্ষোভ করা ছাত্ররা দেশবিরোধী, চিন্তিত নাগরিকরা নগর নকশাল, অভিবাসী শ্রমিকরা করোনার বিস্তার করতে চলেছে, ধর্ষণের শিকাররা কিছুই নয় এবং আন্দোলনকারী কৃষকরা খলিস্তানী। বুর্জোয়ারা তাঁর সবথেকে ভালো বন্ধু।”

‍https://twitter.com/RahulGandhi/status/1338690516737695745?s=20