নজরে ত্রিপুরা, বিপ্লবের রাজ্যেও পালিত হবে ‘খেলা হবে’ দিবস
টিডিএন বাংলা ডেস্ক : বাংলার বাইরেও ‘খেলা হবে’ দিবস। ১৬ অগাস্ট পশ্চিমবঙ্গের পাশাপাশি, ত্রিপুরাতেও পালিত হবে ‘খেলা হবে’ দিবস। এমনই কর্মসূচির কথা ঘোষণা করল ত্রিপুরা প্রদেশ তৃণমূল। ত্রিপুরার ৮টি জেলাতে পালিত হবে, এই কর্মসূচি।
মঙ্গলবার এক ভিডিও বার্তায় ত্রিপুরা প্রদেশ তৃণমূলের সভাপতি আশিসলাল সিংহ বলেছেন, দলের সু্প্রিমো মমতাদি ‘খেলা হবে দিবস’ ঘোষণা করেছেন। আমরা ঠিক করেছি, আগামী ১৬ আগস্ট ত্রিপুরার পাহাড় থেকে সমতল ‘খেলা হবে দিবস’ পালন করব।
একুশের বঙ্গযুদ্ধের প্রচারে তৃণমূলের অন্যতম স্লোগান ছিল ‘খেলা হবে’। তাকে নিয়ে তৈরি হয় গানও। সম্প্রতি অবশ্য এই স্লোগান বাংলার বাইরেও বহু তাবড় রাজনীতিবিদদের মুখেও শোনা গেছে। বাংলার মুখ্যমন্ত্রী শহিদ দিবসের মঞ্চ থেকে ঘোষণা করেছেন, প্রতি বছর ১৬ আগস্ট পশ্চিমবঙ্গে পালিত হবে ‘খেলা হবে দিবস। এবার সেই পথেই ত্রিপুরা। ১৬ আগস্ট ত্রিপুরার বিভিন্ন ক্লাবেও ফুটবল বিতরণ করবেন সেখানকার তৃণমূল নেতারা। ওই দিন সে রাজ্যের তৃণমূল নেতৃত্বের উদ্যোগে বেশ কিছু ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আশিসলাল সিংহ।
রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের অধীনস্থ ‘রিফিউজি হ্যান্ডি ক্রাফটস’ এর সদস্যরা এই ফুটবল তৈরি করেন। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ২০১৫ সাল থেকে গ্রাম বাংলার মহিলারা একেবারে দেশীয় প্রযুক্তি ব্যবহার করেই বানাচ্ছে এই ফুটবল।এর ফলে কর্মসংস্থান হবে, তেমনি ক্রীড়া ক্ষেত্রের সুবিধাও হবে৷ এমনই মনে করছেন বহু বিশিষ্টজন।