টিডিএন বাংলা ডেস্কঃ উত্তরপ্রদেশের লাখিমপুরের খেরিতে সফরে আসার কথা ছিল উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রের। তাদের এই সফরে বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয় কৃষকরা। অভিযোগ বিক্ষোভরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেন মন্ত্রী ছিলেন আশীষ কুমার মিশ্র। এর ফলে দু’জনের মৃত্যু হয় বলে দাবি। এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কৃষকদের বিরুদ্ধেও দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া ও মারধরের অভিযোগ উঠেছে। লাখিমপুরের ঘটনার প্রতিবাদ জানিয়েছে দেশের অধিকাংশ বিরোধী রাজনৈতিক দলগুলো। কিষান মোর্চার রাকেশ টিকায়েত সহ বহু নেতা অজয় কুমার মিশ্র ও তার ছেলে আশীষ মিশ্রের বিরুদ্ধে এফআইআরের দাবি তুলতে থাকে। অবশেষে আজ আশীষ কুমার ও অজয় কুমার মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করল উত্তরপ্রদেশ পুলিশ।